শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ‘4IR Technologies for Building a Smart Bangladesh: Empowering Sustainable Development’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ‘4IR Technologies for Building a Smart Bangladesh: Empowering Sustainable Development’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Aug 12, 2023
[post-views]
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘4IR Technologies for Building a Smart Bangladesh: Empowering Sustainable Development’ শীর্ষক সেমিনার ১২ আগস্ট, ২০২৩ খ্রি. শনিবার সকাল ১০ টায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি, নেত্রকোণা’র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। চতুর্থ শিল্প বিপ্লব (বা ইন্ডাস্ট্রি ৪.০) হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। এটি ২০১৩ সালে জার্মানিতে আনুষ্ঠানিক ভাবে উপস্থাপিত হয়। এর ফলে কল-কারখানা গুলোতে ব্যাপক হারে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়। যোগাযোগ ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন। আগের শিল্প বিপ্লব ক্ষেত্রে দেখা যায়, মানুষ যন্ত্রকে পরিচালনা করছে কিন্তু, চতুর্থ শিল্প-বিপ্লবে যন্ত্রকে উন্নত করা হয়েছে। ফলের যন্ত্র নিজেই নিজেকে পরিচালনা করছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ট্রেজারার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ আব্দুল মান্নান, বিপিএএ, লিড কনসালটেন্ট, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS), জনপ্রশাসন মন্ত্রণালয় ও সাবেক তত্ত্বাবধায়ক পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে জনাব শাহেদ পারভেজ, জেলা প্রশাসক, নেত্রকোণা, জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা, গেস্ট অব অনার হিসেবে জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব শুভ্র চন্দন মহলী, রেজিস্ট্রার (অ.দা.), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব হাফসা আক্তার, চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।
সেমিনারে বক্তাগণ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী আজ থেকে দশ বছর পূর্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ লাভ করেছে। বক্তাগণ আরও বলেন, এক সময় গ্রাম হবে শহর। এখনও আমাদের দেশে বিদেশী টেকনোলজিস্টদের অধিক বেতন দিয়ে নিয়ে আসতে হয়। বর্তমানে আমাদের দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদের এমনভাবে গড়তে হবে যাতে বিদেশী টেকনোলজিস্টদের আরও নিয়ে আসতে না হয়। এটা বাস্তবায়ন করতে হলে সকলকে সৎ ও দায়িত্বশীল হতে হবে। সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলার এখনই সময়। আর এ জন্য শিক্ষক-গবেষকদের এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিয়মিত সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তুলতে হবে।’ সেমিনারে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক) জনসংযোগ কর্মকর্তা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ফোন: 01975-805368