কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত “4th Industrial Revolution in Bangladesh: Prospect and Challenges” শীর্ষক ওয়েবিনার গত ২৭ জুন 2022 তারিখ সন্ধ্যা ৭:৩০ মিনিটে অনলাইন জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকউল্লাহ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, মাননীয় কোষাধক্ষ্য ও বিভাগীয় প্রধান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. লাফিফা জামাল, অধ্যাপক, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতি হিসেবে উক্ত ওয়েবিনারের শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। তিঁনি চতুর্থ শিল্পবিপ্লব যুগে বাংলাদেশের প্রবেশের ফলে সৃষ্ট সম্ভাবনা ও চ্যালেঞ্জ এর বেশ কিছু দিক তুলে ধরেন।