• English
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে “মহান বিজয় দিবস-২০২২” পালিত

    আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫2’র ভাষা আন্দোলন, ৬6’র ছয় দফা, ৬9’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহিদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৬.৩০ মিনিটে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের লক্ষ্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর-এর নেতৃত্বে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক, কালেক্টরেট প্রাঙ্গন, নেত্রকোণায় পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন” প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব আনিস মাহমুদ, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গন হতে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন মূল ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুণরায় অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে প্রত্যাবর্তন করে। বিজয় র‌্যালি শেষে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে অস্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় ২৫শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধীর সহযোগিতার বিষয়ে নিজস্ব বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের সত্য ইতিহাস জানতে হবে ও সত্যের পথে থেকে দেশ গড়ার কাজে সকলকে একসাথে চলতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার মহোদয় বলেন, ‘দেশের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলার চেতনা ও বঙ্গবন্ধুর চেতনা ধারণ করতে হবে’। আলোচনা সভা শেষে ১৯৭১ সালে দেশের জন্য আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপাচার্য মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) জনাব শুভ্র চন্দন মহলী।  

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell