শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’র ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম কবীর। তিনি রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যারয়ের অস্থায়ী ক্যাম্পাসের নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে ভিসির দায়িত্ব গ্রহণ করেন।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এনামুল হক আরাফাত জানান, অধ্যাপক ড. গোলাম কবীর রবিবার সকাল ১০ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।