শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি মহোদয়ের যোগদান

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’র ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম কবীর। তিনি রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যারয়ের অস্থায়ী ক্যাম্পাসের নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে ভিসির দায়িত্ব গ্রহণ করেন।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এনামুল হক আরাফাত জানান, অধ্যাপক ড. গোলাম কবীর রবিবার সকাল ১০ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এর আগে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী- তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর ভিসি পদে দায়িত্ব পালন করবেন।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর একই বছরের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে প্রথম ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৩১ জুলাই তার চার বছরের মেয়াদ শেষ হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য ভিসি হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. গোলাম কবীর এ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি নিযুক্ত হলেন।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368

Copyright © Netrokona University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell