নেত্রকোণা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপন

বিদ্যা প্রথমত স্থানীয়। পরে স্থানোত্তর। তারও পরে আন্তর্জাতিক। এই অর্থে ‘বিশ্ববিদ্যা’ ধারণাটাও সীমান্ত ও সীমানাবিহীন ধারণা। বিশ্ববিদ্যাকে অত্যন্ত সুচারুভাবে ধারণ ও প্রসারণের কর্তব্যকর্র্মটি যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলেছে ‘বিশ্ববিদ্যালয়’ নামক প্রতিষ্ঠান। যেখানে প্রতিনিয়ত চলছে বৈপ্লবিক প্রবাহ। এই প্রবাহ সৃষ্টির। এই সৃষ্টি কল্যাণের। এই কল্যাণ ব্যক্তির। সমাজের। রাষ্ট্রের। সর্বোপরি বিশ্বের। এমনই এক মহৎ উদ্দেশ্যে— বিশেষত জ্ঞান, বিদ্যা, শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনকল্পে ২০১৭ সালের ৩০ জানুয়ারি নিয়মিত মন্ত্রীসভায় নেত্রকোণা জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতি পাশ হয়। যা ২০১৮ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রতিষ্ঠা করা হয়। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি ও অর্থনীতি বিভাগে শিক্ষার্থী ভর্তি এবং ২০১৯ সালের ৩রা মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষাদান শুরু হয়। এ জন্য ৩রা মার্চ ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় দিবস’। প্রতি বছর নির্দিষ্ট সময় দিনটি উদ্‌যাপিত হলেও এ বছর দুই দিন আগে বিশ্ববিদ্যালয় দিবসটি উদ্‌যাপিত হয়েছে। জাতীয় পাতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, আনন্দ শোভাযাত্রা, কেক কর্তন, জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় দিবসের প্রথম অধিবেশন সম্পন্ন হয়। সকাল ১০:৩০ এর শুরু হয় অনুষ্ঠানের ২য় অধিবেশন। ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় : সর্বজনের ভাবনা’ শিরোনামস্থ আলোচনাসভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মাদ আশরাফুল মুনিম। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফসা ইসলাম মোহ ও ওয়াহিদ হাসান নাবিল। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মাদ শহীদুল ইসলাম চৌধুরী ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব হাফসা আক্তার।

মানুষ জন্মসূত্রের সীমাবদ্ধতায় একটি ক্ষুদ্র কেন্দ্র ও পরিধির সীমানায় পরিবেষ্টিত থাকে। কিন্তু মানুষের মন ও মননের চারপাশে থাকে না কোনো ঘেরাটোপ বা পরিবেষ্টনী। সম্পূর্ণ পৃথিবীটাই হয়ে উঠতে পারে তার চেতনার অন্তর্গত। বিশ্ববিদ্যাও অনুরূপ। নির্দিষ্ট সীমায় তাকে বাঁধা যায় না। আবদ্ধ করা রাখা যায় না। বরং বিশ্ববিদ্যার অনুশীলন মানবচেতনা জগতে ঘটায় পরিশীলন। ফলে তার উত্তরাধিকারও তাই প্রবহমান থাকে। প্রজ্বলিত থাকে। এই প্রণালিতে উৎপন্ন বিদ্যা বিশ্ববিদ্যা। ফলে বিশ্ববিদ্যা বিশ্বজনের সম্পদে পরিণত হয়। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে অধীত, চর্চিত ও উৎপাদিত বিশ্ববিদ্যাও বিশ্বজনের সম্পদে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সম্মানিত অতিথিবৃন্দ ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় : সর্বজনের ভাবনা’ শিরোনামস্থ আলোচনায়। এ আলোচনাসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন জনাব বনানী বিশ্বাস, জেলা প্রশাসক, নেত্রকোণা; জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, নেত্রকোণা; অধ্যাপক মতীন্দ্র সরকার, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক; অধ্যাপক আবু তাহের খান, অধ্যক্ষ, নেত্রকোণা সরকারি কলেজ; অধ্যাপক বিধান চন্দ্র মিত্র, অধ্যক্ষ, নেত্রকোণা সরকারি মহিলা কলেজ; অধ্যাপক ডা. সাইফুল হাসান, অধ্যক্ষ, নেত্রকোণা মেডিকেল কলেজ; জনাব মাওলানা ছাদেক আহমাদ হারিছ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখা; জনাব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সদস্য সচিব, নেত্রকোণা প্রেস ক্লাব ও সভাপতি, নেত্রকোণা সাহিত্য সমাজ; জনাব মোশতাক আহমেদ, সাধারণ সম্পাদক, সিপিবি, নেত্রকোণা; অধ্যাপক ননী গোপাল সরকার, সভাপতি, নেত্রকোণা রাষ্ট্রবিজ্ঞান সমিতি; জনাব হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, নেত্রকোণা; বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি মুতাসিম বিল্লাহ মাহফুজ; ফাহিম রহমান খান পাঠান, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি; আজিজুর রহমান সায়েম, সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন, নেকোণা জেলা সংসদ প্রমুখ। এই অনুষ্ঠানের ধন্যবাদজ্ঞাপনে বক্তব্য প্রদান করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব মাহফুজা মাহবুব ও ইংরেজি বিভাগের প্রভাষক জনাব ছহীহ শাফি।
তৃতীয় অধিবেশন : সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় লোকসংগীত, আধুনিক গান, নৃত্য, গল্পকথা চলে রাত আটটা অব্দি। এরপর জনপ্রিয় ব্যান্ড ‘কৃষ্ণপক্ষ’র মনোমুগ্ধকর সংগীতের মূর্ছনায় মেতে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী। এভাবেই বর্ণিল আমেজ ও আয়োজনে উদ্যাপিত হয় ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫’।

(ড. সাদ্দাম হুসাইন)

টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও

প্রভাষক, বাংলা বিভাগ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

Copyright © Netrokona University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: ICT Cell