“শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” উদযাপন
- Mar 04, 2024
- 2
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয় “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪।” “শেখ বিশ্ববিদ্যালয় দিবস -২০২৪ উদ্যাপন” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা, ইংরেজি, অর্থনীতি ও সিএসই বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পায়রা এবং বেলুন উড়িয়ে “শেখ বিশ্ববিদ্যালয় দিবস -২০২৪” উদ্যাপনের শুভসূচনা করেন প্রধান অতিথি ও সভাপতি মহোদয়। তারপর কাটা হয় কেক।
আলোচনা পর্বের শুরুতেই প্রধান অতিথি মহোদয়কে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতি মহোদয় সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মহোদয়ের হাতে। জাতীয় সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। নাতিদীর্ঘ বক্তব্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তুলে ধরেন অনুষ্ঠানের স্বাগত বক্তা। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সবিস্তারে আলোকপাত করেন।
শিক্ষার্থী প্রতিনিধির বক্তব্য উপস্থাপন করেন নবগঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক ফারজানা ফাইজা একা। কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধির বক্তব্য উপস্থাপন করেন জনাব এনামুল হক, পি এস টু ভিসি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনের শুরুর দিকের এবং বর্তমান সময়ে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব মো. আঙ্গুর হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব হাফসা আক্তার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব শোভন রায় এবং সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব মালা রানী বর্মন। সম্মানিত আলোচকবৃন্দ তাঁদের আলোচনায় বিভিন্ন দাবি উত্থাপন করেন।
‘পৃথিবী পরিবর্তনের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা’ নেলসন ম্যান্ডেলার এই বিখ্যাত উক্তি উল্লেখ করে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান মহোদয় তাঁর বক্তব্য শুরু করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণা মনষ্ক করে গড়ে তুলতে হবে। শিক্ষকদের পাঠদানের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পাঠদান করবার পরামর্শ প্রদানপূর্বক অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং পরামর্শ অনুযায়ী সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় অ্যালামনাই এসোসিয়েশন গঠনের পরামর্শ দেন প্রধান অতিথি।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪ উদযাপনের আতিথেয়তা গ্রহণ করে আমাদের ধন্য করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। মান্যবর প্রধান অতিথি মহোদয়ের উপস্থিতি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনকে করেছে প্রাণবন্ত এবং তাৎপর্যমণ্ডিত।
সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর বলেন, ‘‘মাতার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছেন কন্যার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে বিষয়টি অত্যন্ত আনন্দের।” শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় সভাপতি বলেন, এই বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নামে প্রতিষ্ঠিত। তিনি বিশ্বনেতা। তাঁকে চেনে না এরকম মানুষ পৃথিবীতে খুব কম আছে। অতএব এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়া এবং ডিগ্রি অর্জন করা অত্যন্ত গৌরবের ব্যাপর।” আগামী জুন-জুলাইয়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এ প্রসঙ্গে সভাপতি মহোদয় বলেন, ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানসমূহ যদি একটু সময় দেন এবং তৎপর হন তাহলে নির্মাণাধীন সকল ভবনের কাজ দ্রুতই শেষ হতে পারে।
বিশ্ববিদ্যালয় দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। শুধু তাই নয় ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন এবং বিজয়ীরা প্রধান অতিথি ও সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।
“শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” উদযাপনের প্রথম পর্বের আয়োজন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব টুম্পা চক্রবর্তী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নেত্রকোণার আমন্ত্রিত শিল্পী ও গানপোকা ব্যান্ডদলের পরিবেশনা। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব মাহবুবা হক ও জনাব পহেলী দে। আমন্ত্রিত শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক আয়োজনের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রেজোয়ান জয় ও আজমিরী ইসলাম।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368