• English
 • বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩ উদযাপিত

  বিপুল উৎসাহ-উদ্দীপনায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ২১ মে (রবিবার) ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩’ উদ্‌যাপন করা হয়। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ডা. দীপু মনি এম.পি., মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এম.পি., মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এম.পি., মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব অসীম কুমার উকিল, মাননীয় সংসদ সদস্য, নেত্রকোণা-০৩ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব হাবিবা রহমান খান শেফালী এম.পি., সংরক্ষিত মহিলা আসন-১৭, জাতীয় সংসদ, অধ্যাপক ড. মশিউর রহমান, মাননীয় ভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব সাজ্জাদুল হাসান, সাবেক সিনিয়র সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব আনিস মাহমুদ, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন’ প্রকল্প, বীর মুক্তিযোদ্ধা এড. অসিত কুমার সরকার (সজল), চেয়ারম্যান, জেলা পরিষদ, নেত্রকোণা, এডভোকেট আমিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রকোণা জেলা শাখা, জনাব শামসুর রহমান লিটন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রকোণা জেলা শাখাসহ বরেণ্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে সকাল 11.00 টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গন হতে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন মূল ক্যাম্পাসের অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে ব্যান্ডদলে সুসজ্জিত আনন্দর‌্যালীর মাধ্যমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এসময় ছাত্র-ছাত্রীরা নানা রঙ-বেরঙের টি-শার্ট ও শাড়ি পরে নেচে গেয়ে স্বতঃস্ফূর্তভাবে র‌্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার(অ.দা.)সহ বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করে। ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩’ উদ্‌যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন মূল ক্যাম্পাসে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে দুপুর ১২ টায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী ‘শতদল’ –এর শিল্পীবৃন্দ সমবেত কন্ঠে নেত্রকোণার ফোক গান পরিবেশন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী ‘উদিচ’-এর শিল্পীবৃন্দ সমবেতভাবে ম্যাশ-আপ-ডান্স পরিবেশন করেন।

  আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ট্রেজারার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য শেষে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সকল বিভাগের শিক্ষকদের মধ্যে থেকে প্রতিনিধিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ তাদের মূল্যবান প্রদান করেন এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নানান দিক তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এম.পি. মহোদয় বলেন ‘বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে নেত্রকোণা বাসীর অর্থনীতি ও উন্নয়নের জন্য শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় উপহার স্বরূপ। তিনি আরও বলেন, ‘যেহেতু জননেত্রী শেখ হাসিনার নামে এই বিশ্ববিদ্যালয়, তিঁনি আজীবন সাধারণ মানুষের কল্যানে কাজ করেছেন, সেই সাধারণ মানুষের অংশগ্রহণ যাতে করে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হয় সেই বিষয়টি নিশ্চিত করার আহ্বান ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এম.পি. মহোদয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে অনুরোধ জানান, ‘শিক্ষার্থীরা যেন তাদের পঠিত বিষয়ের পাশাপাশি আইসিটি, সফট স্কিল, মূল্যবোধ এর বিষয়গুলো যেন অবশ্য অবশ্য পাঠ্য হয় এবং সেগুলো চর্চার মধ্যে দিয়ে তাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারে।’ সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার  প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সকলে ২১শে ফেব্রুয়ারিতে নিহত ভাষা শহিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহিদ ও একাত্তরের বীর শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন। দোয়া মাহফিল শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

  কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

  (এনামুল হক)
  জনসংযোগ কর্মকর্তা
  শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
  ফোন: 01975-805368

  Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell