শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় ট্রেজারার’র যোগদান
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় ট্রেজারার’র যোগদান
Jun 05, 2024
[post-views]
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় ট্রেজারার হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. পি. এম. সফিকুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার ট্রেজারার নিয়োগ বিষয়ে ০৪ জুন, ২০২৪ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব জনাব শতরূপা তালুকদার-এর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়। উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী ০৫ জুন, ২০২৪ খ্রি. তারিখ অধ্যাপক ড. পি. এম. সফিকুল ইসলাম শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর-এঁর কক্ষে তাঁর যোগদান বিষয়ক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রথম ট্রেজারারের মেয়াদ উত্তীর্ণ হবার প্রায় আটমাস পর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা অধ্যাপক ড. পি. এম. সফিকুল ইসলাম মহোদয়কে ট্রেজারার হিসেবে পেয়েছে। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ট্রেজারার মহোদয় যোগদান করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে। যোগদানের পূর্বে ট্রেজারার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ ও বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী স্বাগত জানান নবনিযুক্ত ট্রেজারার মহোদয়কে। তাঁকে আরো ফুলেল শুভেচ্ছা জানান “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন প্রকল্প”-এর পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মো. জাকির হোসেন চৌধুরী। ফুলেল শুভেচ্ছা জানান পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক জনাব মিহির চক্রবর্তী।
যোগদানের আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. গোলাম কবীর স্যারের উপস্থিতিতে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. পি. এম. সফিকুল ইসলাম। কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার সভাপতি জনাব এনামুল হক ও সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান খান পরানসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান নব-নিযুক্ত ট্রেজারার মহোদয়কে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক) জনসংযোগ কর্মকর্তা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ফোন: 01975-805368