শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় ট্রেজারার যোগদান
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় ট্রেজারার যোগদান
Nov 12, 2024
36
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় ট্রেজারার হিসেবে যোগদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার ট্রেজারার নিয়োগ বিষয়ে বৃহস্পতিবার ০৭ নভেম্বর, ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব জনাব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়। উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী ১১ নভেম্বর, ২০২৪ তারিখ অধ্যাপক ড. আনিছা পারভীন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে ট্রেজারার যোগদান-বিষয়ক আনুষ্ঠানিকতা সুসম্পন্ন হয়। ট্রেজারার মহোদয়ের যোগদান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম নবনিযুক্ত মাননীয় ট্রেজারার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ ফুলেল শুভেচ্ছা জানান। তাঁর সাথে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর একাংশ উপস্থিত ছিলেন। অতঃপর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় শিক্ষক সমিতির আহ্বায়ক পর্ষদ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বাংলা ও অর্থনীতি বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভ্চ্ছো এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়। এরপর মাননীয় ভাইচ-চ্যান্সেলর এবং নবনিযুক্ত ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।