প্রতিমা স্থাপন ও বাণী অর্চনার মধ্য দিয়ে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পুজা শুরু হয়। এরপর মন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের মধ্যে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পূজা উপলক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) জনাব শুভ্র চন্দন মহলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিনব্যাপী নানা কর্মসূচি ছাড়াও সন্ধ্যায় আরতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বিদ্যার দেবী সরস্বতী। মূলত তাকে ঘিরেই সরস্বতী পূজার আয়োজন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজার আয়োজন করা হয়।