শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্‌যাপিত

উৎসবমুখর পরিবেশে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়েছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস (টিটিসি, রাজুর বাজার, নেত্রকোণা-২৪০০) মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা। এ উপলক্ষ্যে ২৬ জানুয়ারি 2023 খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে পূজা অর্চনা, প্রতিমা স্থাপন ও ধর্মালোচনাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদ্‌যাপন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকাল থেকেই পূজা দেখতে ভিড় করে দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পূজা উপলক্ষ্যে ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে তুলতে ব্যবস্থা করা হয়েছিল আলোক সজ্জা ও রঙিন করে আঁকা হয়েছিল আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

প্রতিমা স্থাপন ও বাণী অর্চনার মধ্য দিয়ে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পুজা শুরু হয়। এরপর মন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের মধ্যে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পূজা উপলক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) জনাব শুভ্র চন্দন মহলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিনব্যাপী নানা কর্মসূচি ছাড়াও সন্ধ্যায় আরতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

উল্লেখ্য, বিদ্যার দেবী সরস্বতী। মূলত তাকে ঘিরেই সরস্বতী পূজার আয়োজন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজার আয়োজন করা হয়।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368

Copyright © Netrokona University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell