শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্যাপিত
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্যাপিত
Jan 26, 2023
[post-views]
উৎসবমুখর পরিবেশে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস (টিটিসি, রাজুর বাজার, নেত্রকোণা-২৪০০) মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা। এ উপলক্ষ্যে ২৬ জানুয়ারি 2023 খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে পূজা অর্চনা, প্রতিমা স্থাপন ও ধর্মালোচনাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদ্যাপন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকাল থেকেই পূজা দেখতে ভিড় করে দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পূজা উপলক্ষ্যে ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে তুলতে ব্যবস্থা করা হয়েছিল আলোক সজ্জা ও রঙিন করে আঁকা হয়েছিল আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
প্রতিমা স্থাপন ও বাণী অর্চনার মধ্য দিয়ে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পুজা শুরু হয়। এরপর মন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের মধ্যে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পূজা উপলক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) জনাব শুভ্র চন্দন মহলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিনব্যাপী নানা কর্মসূচি ছাড়াও সন্ধ্যায় আরতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বিদ্যার দেবী সরস্বতী। মূলত তাকে ঘিরেই সরস্বতী পূজার আয়োজন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজার আয়োজন করা হয়।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক) জনসংযোগ কর্মকর্তা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ফোন: 01975-805368