নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’
Feb 25, 2025
45
সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে। শিক্ষা ও অফিশিয়াল কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সুস্থ দেহ, সুস্থ মন—সর্বোপরি পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করা হয়।
২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। সহকারী ক্রীড়া-উপদেষ্টা জনাব সিহাব উদ্দিন সুমনের পরিচালনায় বাংলা বিভাগের শিক্ষক জনাব সামিয়া রহমান, ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম; ইংরেজি বিভাগের শিক্ষক জনাব ছহীহ শাফী, জনাব নিশাত আনজুম রাইসা; অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব সামিয়া জাহান; সিএসই বিভাগের শিক্ষক জনাব মো: মাফিউল হাসান মতিন, জনাব ফরিদা সিদ্দিকী প্রীতির সহযোগিতায় এবং শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয় দুই দিন-ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্রদের দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ক্যারাম, দাবা, ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট; ছাত্রীদের দৌড়, মার্বেল দৌড়, ঝুঁড়িতে বল নিক্ষেপ, ক্যারাম, দাবা, চেয়ার দৌড়, হ্যান্ড বল, হাড়িভাঙ্গা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একক ইভেন্ট মিনি গোলবার ও লুডু খেলার আয়োজন করা হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দুই দিন-ব্যাপী ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’।