শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
Feb 28, 2024
[post-views]
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪ উদযাপন কমিটি”র “ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন উপ-কমিটি”। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বাংলা, ইংরেজি, অর্থনীতি ও সিএসই বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্যার। উদ্বোধনী বক্তব্য শেষে ক্রিকেট খেলায় অংশগ্রহণের মাধ্যমে উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে রেজিস্ট্রার মহোদয় বলে উপাচার্য মহোদয় বেট করেন। দৌড়, দাবা, ক্যারাম, ঝুড়িতে বল নিক্ষেপ, ভলিবল, ক্রিকেট, লং জাম্প, হাই জাম্প, মার্বেল মুখে দৌড়, ক্রিকেট ইত্যাদি ইভেন্টে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আগামী ০৩ মার্চ, ২০২৪ খ্রি. তারিখ “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” উদযাপন অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হবে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক) জনসংযোগ কর্মকর্তা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ফোন: 01975-805368