মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি. মহোদয়ের রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদ-এঁর মৃত্যুতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের গভীর শোক ও দুঃখ প্রকাশ

মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি. মহোদয়ের রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদ-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর। ৬ মে ২০২৩ খ্রি. তারিখ শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে শিক্ষামন্ত্রীর মা রহিমা ওয়াদুদ মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রোববার (৭ মে) সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভাইস-চ্যান্সেলর মহোদয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368

Copyright © Netrokona University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: ICT Cell