• English
  • শোক বার্তা: ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক

    শোক বার্তা

    ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
    (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৫টায় রাজধানীর বিআরবি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। এক শোকবার্তায় জবি উপাচার্যের মৃত্যুতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর গভীর শোক প্রকাশ করেছেন।

    অধ্যাপক ইমদাদুল হক একজন বাংলাদেশি উদ্ভিদবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য। তিনি ২০২১ সালের ১ জুন চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হন তিনি।

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভাইস-চ্যান্সেলর মহোদয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell