• English
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে “শেখ রাসেল দিবস-২০২৩” পালিত

    “শেখ রাসেল দীপ্তিময়/ নির্ভীক নির্মল দুর্জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় উদযাপিত হয় “শেখ রাসেল দিবস-২০২৩”। শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণের মাধ্যমে “শেখ রাসেল দিবস-২০২৩” উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর স্যার। তারই ধারাবাহিকতায় শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা-স্থাপন প্রকল্প’র প্রকল্প-পরিচালক জনাব মোঃ জাকির হোসেন (অতিরিক্ত সচিব)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের নেতৃত্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা, ইংরেজি, অর্থনীতি ও সিএসই বিভাগ একে একে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল এবং ছাত্রী হলের পক্ষ থেকে হলে বসবাসকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন হলকর্তৃপক্ষ।

    অনুষ্ঠানের প্রথম পর্বের আয়োজন শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আলোচনাসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর স্যার। সম্মাননীয় অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা-স্থাপন প্রকল্প’র প্রকল্প-পরিচালক জনাব মোঃ জাকির হোসেন (অতিরিক্ত সচিব) এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মিহির চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

    ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের “শেখ রাসেল দিবস-২০২৩” উদযাপন কমিটির আহ্বায়ক জনাব হাফসা আক্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। শিক্ষার্থী প্রতিনিধির বক্তব্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জেবুন্নাহার বর্ণ শেখ রাসেলকে নির্মমভাবে হত্যার ঘটনাকে ইতিহাসের লজ্জাজনক অসভ্য বর্বরতা বলে আখ্যায়িত করেন এবং শিশু রাসেল’র এই জঘন্য হত্যার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. হাবিবুর রহমান। শেখ রাসেল’র উপর সারগর্ভ আলোচনায় একে একে অংশগ্রহণ করেন বাংলা, অর্থনীতি ও সিএসই বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ। বক্তব্যে বাংলাদেশের ইতিহাসের চিরশিশু শেখ রাসেলের ছোট্ট জীবন-যাপনের নানা স্মৃতিকথা তুলে ধরেন অনুষ্ঠানের আলোচকবৃন্দ।

    আলোচনাসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর স্যার শেখ রাসেলের উপর এক মৌলিক বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সামনে আলোকপাত করেন। অত্যন্ত সাবলীল সুচারু এবং জ্ঞানগর্ভ বক্তব্যে তিনি বলেন, “রাসেল বেঁচে থাকলে রাজনীতিবিদ কিংবা বিজ্ঞানী হতেন কিনা জানিনা তবে এটুকু বলতে পারি তিনি নিশ্চয় এক মহামনব হতেন। কারণ তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত।”   

    “শেখ রাসেল ল্যাবরেটরী স্কুল” নামে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার ল্যাবরেটরী স্কুলের নামকরণের প্রস্তাব রেখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর স্যার সভাপতির বক্তব্য শেষ করেন। সবশেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জনাব জিল্লুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. রিফাত রেজোয়ান জয়।

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell