শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন” প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব আনিস মাহমুদ। অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠানে উপস্থিত উপাচার্য মহোদয় ও আলোচকবৃন্দ কেক কর্তন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। কেক কর্তনের পর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা, শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।