শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন
- Feb 15, 2024
- 2
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেতকোণার অস্থায়ী ক্যাম্পাসে সাড়ম্বরে উদযাপিত হয় সরস্বতী পূজা। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সানন্দ অংশগ্রহণে সকালে অনুষ্ঠিত হয় পূজা। পূজানুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.গোলাম কবীর এবং সম্মানিত রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যাদেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পূজা-অর্চনা শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নৈবেদ্য প্রসাদ বিতরণ করা হয়। দুপুরে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যা ছয়টায় আরম্ভ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভের পূর্বে শুভেচ্ছা বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর স্যার। উপাচার্য মহোদয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোণাতে যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার শুভসূচনা করেন। যেহেতু এই বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং তাঁর দল অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে চলে তাই এখানে কোন বাছবিচার থাকতে পারে না সেই আঙ্গিকে এই বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত হবে এটাই স্বাভাবিক বলে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন। শুধু সরস্বতীপূজা নয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে দীপাবলিও উপযাপন করা হয় বলে তিনি তারঁ বক্তব্যে বলেন। দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বাণী অর্চনার আযোজন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার সরস্বতী পূজা উদযাপন পর্ষদ। বাণী বন্দনা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। পূজার আনন্দানুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এড. আমিরুল ইসলাম।
শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে বাংলা, ইংরেজি, অর্থনীতি ও সিএসই বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাণী বন্দনার সমাপ্তি ঘোষণা করা হয়।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368