• English
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় রেজিস্ট্রার’র যোগদান

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার পদে নিযুক্ত ছিলেন। তিনি ২৩ নভেম্বর, ২০২৩ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে যোগদান করেন। যোগদানের আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. গোলাম কবীর স্যারের উপস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন প্রসঙ্গের গুরুত্বারোপ করে রেজিস্ট্রার মহোদয় উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। নব-নিযুক্ত রেজিস্ট্রার মহোদয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন।  

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell