নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন-এঁর মৃত্যুতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের গভীর শোক ও দুঃখ প্রকাশ
নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন-এঁর মৃত্যুতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের গভীর শোক ও দুঃখ প্রকাশ
Jul 12, 2023
[post-views]
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক খাদ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য মরহুম আব্দুল মমিন (সাবেক এম.পি.) এর সহধর্মিনী নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও নেত্রকোণা-০৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর। ১১ জুলাই ২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা/নেতৃবৃন্দ/কর্মীসহ গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি সৎ, ন্যায় পরায়ন ও দানশীল ব্যক্তি ছিলেন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভাইস-চ্যান্সেলর মহোদয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক) জনসংযোগ কর্মকর্তা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ফোন: 01975-805368