• English
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন। কর্মসূচির অংশ হিসাবে ৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার দুপুর ১.০০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এ সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদ ও একাত্তরের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দুপুর ১.৪৫ মিনিটে নবনিযুক্ত উপাচার্য মহোদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ বুদ্ধীজীবি ড. শামসুজ্জোহার মাজার পরিদর্শন করেন। এসময় উপাচার্য মহোদয় বাংলাদেশের স্বাধীনতার ঊষালগ্নে উনসত্তরের গণ-অভ্যুত্থানে আত্মদানকারী প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। উক্ত কর্মসূচিতে উপাচার্য মহোদয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. তারেক নুর, প্রক্টর ড. আসাবুল হক সহ প্রক্টরিয়াল বডির বিভিন্ন সদস্যবৃন্দ, বিভিন্ন ইন্সটিটিউট এর পরিচালকবৃন্দ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ এবং প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    (এনামুল হক)

    জনসংযোগ কর্মকর্তা

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা

    ফোন: ০১৯৭৫-৮০৫৩৬৮

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell