বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দুপুর ১.৪৫ মিনিটে নবনিযুক্ত উপাচার্য মহোদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ বুদ্ধীজীবি ড. শামসুজ্জোহার মাজার পরিদর্শন করেন। এসময় উপাচার্য মহোদয় বাংলাদেশের স্বাধীনতার ঊষালগ্নে উনসত্তরের গণ-অভ্যুত্থানে আত্মদানকারী প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। উক্ত কর্মসূচিতে উপাচার্য মহোদয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. তারেক নুর, প্রক্টর ড. আসাবুল হক সহ প্রক্টরিয়াল বডির বিভিন্ন সদস্যবৃন্দ, বিভিন্ন ইন্সটিটিউট এর পরিচালকবৃন্দ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ এবং প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।