• English
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে প্রথমবর্ষে ভর্তিরত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ০৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (টিটিসি, রাজুর বাজার, নেত্রকোণা-২৪০০) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রথমবর্ষে ভর্তিরত নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ।  ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, প্রগতিশীল চিন্তাবিদ ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক যতীন সরকার। বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ট্রেজারার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন প্রকল্পে” প্রকল্প পরিচালক জনাব আনিস মাহমুদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক যতীন সরকার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,‘ বাংলা ভাষাকে গর্ভধারিনী মায়ের সাথে তুলনা করতে হবে এবং বাংলা ভাষার মর্যাদা শিক্ষার্থীদের রক্ষা করতে হবে।’ নবীন শিক্ষার্থীদের শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বক্তব্যের শেষে নবাগত শিক্ষার্থীদের উপহার হিসেবে শিক্ষা সামগ্রী ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের উপহার ও ফুল বিতরণ শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) জনাব শুভ্র চন্দন মহলী। উল্লেখ্য, সমন্বিত বিশ্ববিদ্যালয় (GST) ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell