শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ বুধবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (টিটিসি, রাজুর বাজার, নেত্রকোণা-২৪০০) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

জাতীয় সঙ্গীত পরিবেশন ও নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাদেরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব শুভ্র চন্দন মহলী, রেজিস্ট্রার (অ.দা.) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য শেষে নবীন শিক্ষার্থী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা প্রতিনিধি ও সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ বক্তব্য রাখেন।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মিহির চক্রবর্তী, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন প্রকল্পের” প্রকল্প পরিচালক জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী ও অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ট্রেজারার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, কলামিষ্ট, প্রাবন্ধিক ও  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, যার নাম উচ্চারনের মাধ্যমে শিক্ষার্থীরা গর্ববোধ করবে”। নবীন শিক্ষার্থীদের উপলক্ষ্য করে তিনি বলেন, “প্রতিযোগীতামূলক চাকরির পরীক্ষায় নিজের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রতিযোগীতামূলক চাকরির পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট ও নলেজ বেজড এডুকেশন এর প্রতি আগ্রহী হতে হবে।” তিনি আরও বলেন,“ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাথে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক যত ভালো হবে, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা তত অবারিত হবে। নবীন শিক্ষার্থীদের শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. গোলাম কবীর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ তথা স্মার্ট বাংলাদেশ রূপান্তরের রূপরেখা প্রদান করেছেন। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য স্মার্ট ও দক্ষ নাগরিক গড়ে তুলতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। নিষ্ঠা ও মনযোগের সাথে পড়াশোনা করে যোগ্য ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের প্রতি যথাযথ দায়িত্ব পালনে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ।”

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এম.আর.তালহা এবং বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইল্লিন জাহান উর্মি। উল্লেখ্য, সমন্বিত বিশ্ববিদ্যালয় (GST) ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368

Copyright © Netrokona University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell