শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ‘নেত্রকোণা মুক্ত দিবস-২০২২’ পালিত
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ‘নেত্রকোণা মুক্ত দিবস-২০২২’ পালিত
Dec 09, 2022
21
আজ ৯ ডিসেম্বর। ঐতিহাসিক নেত্রকোণা মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাস যুদ্ধে নেত্রকোণা জেলায় মুক্তিযোদ্ধাসহ শত শত নিরস্ত্র মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হন। সম্ভ্রম হারান অনেক মা-বোন। তাছাড়া পাকিস্তানি সেনারা জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম। ১৯৭১ সালের এই দিন সকালে শত্রুমুক্ত হয় নেত্রকোণা। হাজারও মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত হয় নেত্রকোণা মহকুমা শহর, উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে নেত্রকোণার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য ভাস্কর্য প্রজন্ম শপথ, কালেক্টরেট প্রাঙ্গণ, নেত্রকোণায় পুষ্পস্তবক অর্পন করে। পুষ্পস্তবক অর্পনে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) জনাব জনাব শুভ্র চন্দন মহলী, পিএস টু ভিসি (অ.দা.) ও জনসংযোগ কর্মকর্তা জনাব এনামুল হক, শাখা কর্মকর্তা (একাডেমিক), শাখা কর্মকর্তা (প্রশাসন) সহ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক) জনসংযোগ কর্মকর্তা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ফোন: 01975-805368