• English
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

    বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব শান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নাম ঘোষণা করে। ১৯৭৩ সালের ২৩ মে বাংলাদেশে অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল জনাব রমেশচন্দ্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “জুলিও কুরি” শান্তি পদক প্রদান করেন। সে অনুষ্ঠানে জনাব রমেশচন্দ্র বলেছিলেন, “বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু”। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার এটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। জুলিও কুরি হচ্ছে বিশ্ব শান্তি পরিষদের একটি সম্মানজনক পদক। ফরাসি পদার্থবিজ্ঞানী জঁ ফ্রেডেরিক জুলিও কুরি ১৯৫৮ সালে মৃত্যুবরণ করলে বিশ্ব শান্তি পরিষদ তাদের শান্তি পদকের নাম ১৯৫৯ সাল থেকে রাখে ‘জুলিও কুরি’।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় একটি আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ট্রেজারার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব শুভ্র চন্দন মহলী, রেজিস্ট্রার (অ.দা.)। স্বাগত বক্তব্য শেষে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি ও সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ও সভাপতি মহোদয়ের বক্তব্যের পর উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব টুম্পা চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা, সংস্থাপন শাখা, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell