বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকউল্লাহ খান মহোদয়ের নেতৃত্বে আকস্মিক বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা বন্যার্তদের সহযোগিতার জন্য প্রথম পদক্ষেপে দুই দিনের বেতন উৎসর্গ করে ত্রাণ তহবিল গঠনের সূচনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে তহবিল গঠন করেছে বন্যার্তদের সহযোগিতার জন্য। ২১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ তারিখে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণ’র উদ্যোগে আটপাড়া উপজেলার বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জনাব আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক, “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন” প্রকল্প । শুরুতেই আটপাড়া উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস- চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা দুটি দলে বিভক্ত হয়ে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।