এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জনাব আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক, “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন” প্রকল্প । শুরুতেই আটপাড়া উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস- চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা দুটি দলে বিভক্ত হয়ে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।