সমাপ্ত হলো ৩ দিন ব্যাপি ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
হাতে কলমে শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে সমাপ্ত হলো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দ্বারা বাস্তবায়িত ০৩ দিনব্যাপী (০৩-০৫ মার্চ ২০২২ খ্রি.) ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ০৩ মার্চ ২০২২ খ্রি. তারিখে উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয় ০৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ট্রেজারার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, আলোচক হিসেবে জনাব মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), আইএমসিটি বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং সভাপতি হিসেবে উক্ত উদ্বোধনী পর্বের সূচনা করেন অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, মাননীয় ভাইস-চ্যান্সেলর, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। ০৩ দিনের এই আয়োজনে উপস্থিত প্রশিক্ষকগণের আন্তরিকতা ও সাহচর্যে প্রশিক্ষণার্থীবৃন্দ অত্যন্ত কর্মস্পৃহা নিয়ে শেষ করেন এ প্রশিক্ষণ কর্মশালা।
বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ভিশন শুরু করেন তার অন্যতম বিষয়বস্তু হলো ই-নথি কার্যক্রম। যথাযথ ভাবে নথি সংক্রান্ত কার্যাবলী সম্পাাদনের জন্য যেহেতু ই-নথি বাস্তবায়ন জরুরী তাই দাপ্তরিক কাজে নিয়োজিত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্ব বহন করে। নির্ধারিত সূচি অনুযায়ী উপস্থিত প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষাদান, প্রশ্নোত্তর পর্ব ও প্রেজেন্টেশন ক্লাসের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়িত হয় এবং ০৫ মার্চ ২০২২ খ্রি. তারিখে ফটোসেশন ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে প্রশিক্ষকগণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।