• English
  • নতুন শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    নতুন শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। সরাসরি সাক্ষাতের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন শিক্ষা মন্ত্রীকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. গোলাম কবীর ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। ১১ই জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জনাব মহিবুল হাসান চৌধুরী। তিনি চট্টগ্রাম-৯ আসনে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে জয় লাভ করেন।

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আধুনিক শিক্ষাব্যবস্থা বাংলাদেশকে দূর্বার গতিতে এগিয়ে নেবে বলে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি একই সাথে ধন্যবাদ জানান বিদায়ী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন করেছেন যা নিঃসন্দেহে আধুনিক এবং যুগোপযোগী শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য মহোদয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রাক্তন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মহোদয়ও শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে যৌথভাবে কাজ করেছেন বলেই আজকের শিক্ষাব্যবস্থা একটি নতুন দিগন্ত পেয়েছে। শিক্ষার্থীরা পেয়েছে আধুনিক শিক্ষার যুগোপযোগীতা।”  

    বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই অক্লান্ত পরিশ্রম এবং নেতৃত্বকে এগিয়ে নেবার জন্য তথা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য জনাব মহিবুল হাসান চৌধুরীর মতো তারুণ্যদীপ্ত মানুষের নেতৃত্ব প্রয়োজন বলে মত প্রকাশ করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। শিক্ষামন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে জনাব মহিবুল হাসান চৌধুরী বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করার লক্ষ্যে যে দায়িত্ব পালন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। উপমন্ত্রীর অভিজ্ঞতা এবং দক্ষতা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

     

    মাননীয় উপাচার্য বলেন,“ বর্তামান সময়ের স্মার্ট শিক্ষার্থীরাই ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে। তাদের শিক্ষাজীবনকে শিক্ষায় এবং দক্ষতায় সমৃদ্ধ করতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নব নিযুক্ত শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক শিক্ষার যুগান্তকারী শিক্ষাব্যবস্থায় উন্নীত করবেন।” শুভেচ্ছা বিনিময় শেষে তিনি মাননীয় শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন প্রার্থনা করেন।

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell