• English
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় বিভাগ ভিত্তিক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় বিভাগ ভিত্তিক বাংলা, ইংরেজি, অর্থনীতি ও সিএসই বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে অধ্যয়নরত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে সম্পন্ন হয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান। উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান উপলক্ষ্যে প্রতিটি বিভাগ সেজে ওঠে তারুণ্যের নান্দনিকতায়।

    সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব মোঃ আঙ্গুর হোসেন। শিক্ষকদের মধ্য থেকে স্বাগত বক্তব্য রাখেন ড. সাদ্দাম হুসাইন এবং জনাব মো. নাজমুল হাসান আলোচনা করেন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মাহবুব আলম এবং স্নাতক (সম্মান) শ্রেণির ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব, ৩য় বর্ষের শিক্ষার্থী নূর-ই জান্নাত তাসকিয়া, ২য় বর্ষের শিক্ষার্থী ফারিয়া আক্তার আইভি এবং ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মামজুদা মুসরাত পুনম। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আমিনা আক্তার। অনুষ্ঠান উপস্থাপনা করেন ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী নূর-এ রাহাত বাঁধন। স্বল্প পরিসরে অনুষ্ঠিত এই উদ্বোধনী ক্লাস রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

    ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব হাফসা আক্তার। শিক্ষকদের মধ্য থেকে স্বাগত বক্তব্য জনাব মাহমুদুল হাসান রাকিব। তাঁরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন। উল্লেখ্য, অনুষ্ঠানটি সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আরম্ভ হয়।  শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী রাবেয়া তাবসসুম রিমি এবং স্নাতক (সম্মান) শ্রেণির ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাফসা ইসলাম, ৩য় বর্ষের শিক্ষার্থী নাফিস সাদমান, ২য় বর্ষের শিক্ষার্থী নবমিতা ভদ্র প্রাপ্তি ও ১ম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী কনিকা রানী অধিকারী। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নওশীন মারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী অনিক সরকার ও ঋক্তি বড়ুয়া।

    অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব শোভন রায়। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জনাব শিহাব উদ্দিন সুমন , জনাব সাইদাতুস সাবা ও জনাব জান্নাত শারমিন মুন।

    সিএসই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠানে সভপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল সিয়াম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জনাব মো. আনোয়ারুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া আক্তার, ফারহান আল জামান ও তৌফিক রহমান।

    (ড. সাদ্দাম হুসাইন)

    টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও

    প্রভাষক, বাংলা বিভাগ

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা

    ইমেইল:sadhossain94@gmail.com

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell