বাংলা বিভাগের বসন্ত উৎসব-১৪২৮ উদযাপন
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’র বাংলা বিভাগ কর্তৃক বসন্ত উৎসব-১৪২৮ বঙ্গাব্দ উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসব উদযাপনের শুভসূচনা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস (টিটিসি) থেকে স্থায়ী ক্যাম্পাসে উৎসব অঙ্গনে পৌঁছানোর পর মূল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ্ খান।
শিক্ষার্থীদের আয়োজনকে স্বাগত জানিয়ে রবীন্দ্রনাথের বলাকা কাব্যের “পউষের পাতা-ঝরা তপোবনে” কবিতার উদ্ধৃতি দিয়ে মাননীয় উপাচার্য মহোদয় প্রধান অতিথির বক্তব্য শুরু করেন এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বক্তব্য সমাপ্ত করেন। এ সময় বাংলা বিভাগের প্রভাষক জনাব আব্দুল হালিম ও জনাব আঙ্গুর হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং দৈনিক পত্রিকা/ইলেকট্রনিক মিডিয়া/অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মধ্যাহ্ন ভোজের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।