• English
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং মেটলাইফ বাংলাদেশ-এর মধ্যে গোষ্ঠীবীমা ও স্বাস্থ্যবীমার চুক্তি স্বাক্ষর

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং মেটলাইফ বাংলাদেশ-এর মধ্যে ০৯ জুলাই ২০২৪ খ্রি. মঙ্গলবার অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর মহোদয়ের উপস্থিতিতে গোষ্ঠীবীমা ও স্বাস্থ্যবীমা বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. পি.এম. সফিকুল ইসলাম এবং মেটলাইফ বাংলাদেশ-এর চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব আলাউদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

    এসময় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ আঙ্গুর হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব হাফসা আক্তার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব শোভন রায়, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব মালা রানী বর্মন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক জনাব শুভ্র চন্দন মহলী, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) জনাব তাপস কুমার কর্মকার, সহকারী রেজিস্ট্রার (সংস্থাপন) জনাব আসাদুজ্জামান খান পরান, সহকারী পরিচালক (বাজেট) জনাব শেখ আবু জাফর, সহকারী পরিচালক (জনসংযোগ) জনাব এনামুল হক, সহকারী প্রকৌশলী (সিভিল) জনাব সৌরভ চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোঃ বুলবুল আহম্মদ, বাংলা ও ইংরেজি বিভাগের শাখা কর্মকর্তা জনাব টুম্পা চক্রবর্তী, অডিট অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান মানিকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    এই চুক্তির আওতায় মেটলাইফ বাংলাদেশ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের গোষ্ঠীবীমা ও স্বাস্থ্যবীমা সংক্রান্ত সেবা প্রদান করবে।

     

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর গোষ্ঠীবীমা ও স্বাস্থ্যবীমার চুক্তি স্বাক্ষর করায় মেটলাইফ বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এছাড়া, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যাতে গোষ্ঠীবীমা ও স্বাস্থ্যবীমার সুফল ভোগ করতে পারে সেজন্য মেটলাইফ বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    এনামুল হক

    সহকারী পরিচালক (জনসংযোগ)

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell