বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২৩-২৪) স্বাক্ষর
- Jun 24, 2023
- 38
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২৩-২৪) স্বাক্ষর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের সঙ্গে (২০২৩-২৪) অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে। শনিবার (২৪ জুন, ২০২৩খ্রি.) সকাল ১০ টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আলোচনা সভা শেষে ইউজিসির এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়। এসময় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর-এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতি.দা.) জনাব শুভ্র চন্দন মহলী চুক্তিতে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। এসময় কমিশনের সচিব ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি, বিশেষ অতিথি মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি. ও কমিশনের সম্মানিত সদস্যগণ, ইউজিসির বিভিন্ন বিভাগের পরিচালকসহ জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, রেজিস্ট্রার (অতি. দা.) জনাব শুভ্র চন্দন মহলী, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব জনাব এনামুল হক, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের শাখা কর্মকর্তা ও এপিএ ফোকাল পয়েন্ট জনাব মোঃ সাদ মুস্তাকীম খানসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রবর্তন করা হয়।
২০১৬-২০১৭ অর্থবছর থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের সঙ্গে এ চুক্তিটি স্বাক্ষর করে আসছে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368