• English
  • শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মহোদয় রাজশাহী সফরকালে ৯ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ শুক্রবার দুপুর ১২.০০ টায় রাজশাহীতে অবস্থিত কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

    পুষ্পস্তবক অর্পন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদ ও ৩ নভেম্বর কারাগারে হত্যাকৃত জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় উপাচার্য মহোদয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বিভিন্ন সদস্যবৃন্দ, বিভিন্ন ইন্সটিটিউট এর পরিচালকবৃন্দ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell