পরবর্তী কর্মসূচীর অংশ হিসেবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু কর্ণারে আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব শুভ্র চন্দন মহলী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। স্বাগত বক্তব্যের শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ বক্তব্য রাখেন। আলোচনা সভায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভূমিকা, অবদান, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।