জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল- এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল- এর ৭৩তম জন্মবার্ষিকীতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। নেত্রকোণা জেলা প্রশাসন কর্তৃক মোক্তারপাড়া মাঠে আয়োজিত শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) জনাব শুভ্র চন্দন মহলী, বাংলা বিভাগের প্রভাষক জনাব আব্দুল হালিম, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব হাফসা আক্তার, শাখা কর্মকর্তা জনাব তাপস কুমার কর্মকার, জনসংযোগ কর্মকর্তা জনাব এনামুল হক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনাব এনামুল হক
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোণা।