২৬ মার্চ (রবিাবর) দিবসটি উদ্যাপন উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৭১ এর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল-এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর, বিশেষ অতিথি হিসেবে জনাব আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন” প্রকল্প, আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান, সিংহের বাংলা ইউনিয়ন, নেত্রকোণা উপস্থিত ছিলেন।