শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় পালিত হলো ‘গণহত্যা দিবস’। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সন্ধ্যা সাতটায় প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে শ্রদ্ধাভরে পালন করা হয় ‘গণহত্যা দিবস’। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর স্যার মোমবতি প্রজ্জ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকতার সূচনা করেন। উপাচার্য মহোদয়ের সাথে প্রদীপ প্রজ্জ্বালনে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সন্ধ্যার আঁধার ঘনিয়ে আসার সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জ্বলে ওঠে রাশি রাশি আলোক শিখা। যেন ১৯৭১ খ্রিস্টাব্দের ২৫শে মার্চে শহিদ সকল আত্মা একসাথে জ্বলে উঠেছে স্বাধীনতার আলোয়। উপস্থিত সকলে তখন শ্রদ্ধায় আনত চিত্তে স্মরণ করেন ২৫শে মার্চে কালরাতে শহিদ বাঙালিদের।
রাত ১১.০০টা থেকে ১১.০১মিনিটে প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ পালন করা হয় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক) জনসংযোগ কর্মকর্তা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ফোন: 01975-805368