২৫ মার্চ শনিবার সন্ধ্যায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মোমবাতি জ্বেলে ২৫ মার্চের ভয়াবহতা স্মরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, জনাব আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন প্রকল্প”, জনাব শুভ্র চন্দন মহলী, রেজিস্ট্রার (অ.দা.), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’র বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কর্মসূচি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, ‘১৯৭১ সালের এইদিনে রাতের অন্ধকারে নিরীহ বাঙালির ওপর হায়েনার মতো হামলে পড়েছিল পাকহানাদার বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর রাস্তা আর অলি-গলিতে বাঙালিদের নির্বিচারে হত্যা করেছে হানাদার বাহিনী। দেশজুড়ে চালানো হয় হত্যাযজ্ঞ। এই রাতে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগেই তিনি স্বাধীনতার ঘোষণা করেন। তাঁর আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার আপামর মানুষ।’ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে আজ রাত ১০টা ৩০মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশের ন্যায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।