প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- Jan 24, 2024
- [post-views]
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর মহোদয়। তিনি একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মনোনীত করার জন্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন জননেত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে উন্নত দেশের লক্ষ্য অর্জনে। ২১ জানুয়ারি, ২০২৪ খ্রি. তারিখ রবিবার ড. কামাল আব্দুল নাসের চৌধুরীসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব বন্টন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে টেকসই এবং বিশ্বনন্দিত করার লক্ষ্যে ড. কামাল আব্দুল নাসের চৌধুরী কাজ করবেন বলে শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আশাবাদ ব্যক্ত করে। ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর ব্যাপক কর্মময় জীবনের অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যেমন উন্নতির দিকে এগিয়ে নিতে কাজ করবেন তেমনি বাংলা ও বাঙালি সংস্কৃতি চর্চার ক্ষেত্রকেও সুপ্রসারিত করবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যতম উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সাথে একযোগে কাজ করার সুযোগ লাভ করা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। ড. কামাল আব্দুল নাসের চৌধুরী অত্যন্ত সৌভাগ্যবান তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ে কাজ করার সুযোগ অর্জন করেছেন। এ সুযোগ প্রাপ্তির জন্য ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে অভিনন্দন জানিয়ে উপাচার্য মহোদয় তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রার্থনা করেন।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368