“শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪” পালন

বিভিন্ন আয়োজনের মধ্য শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় পালিত হয়েছে “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪”। “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪” পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে নির্মিত প্রতীকী শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। তারই ধারাবাহিকতায় কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ পর্বে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। বাংলা, ইংরেজি, অর্থনীতি ও সিএসই বিভাগের সম্মানিত চেয়ারম্যান মহোদয়গণের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ পর্বে অংশগ্রহণ করেন সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। হলসুপারদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র এবং ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অপর্ণ অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখা, কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের চালকবৃন্দ, পরিবেশ বাদী সংগঠন গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয় শাখা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নেত্রকোণা। 

অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে “ভাষা-আন্দোলনের ইতিকথা ও পরের কথা শীর্ষক সেমিনার”র আয়োজন করা হয়। সেমিনার অনুষ্ঠানের শুরুতে মুখ্য আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার স্যারকে ফুলেল শুভেচ্ছা  জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। মুখ্য আলোচক মহোদয়কে উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়।

সেমিনার অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ‘‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪” পালন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. আঙ্গুর হোসেন।

“ভাষা-আন্দোলনের ইতিকথা ও পরের কথা” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত শিক্ষক ড. সাদ্দাম হুসাইন। “ভাষা-আন্দোলনের ইতিকথা ও পরের কথা” শীর্ষক প্রবন্ধে তিনি ভাষা-আন্দোলনের প্রেক্ষাপট এবং রাষ্ট্রভাষার পূর্বের অবস্থান ও পরের অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি কবি আব্দুল হাকিমের, “যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী/সেসব কাহার জন্ম নির্ণয় নজানি/” এই বিখ্যাত উদ্ধৃতি আলোকে যেমন একটি বিস্তৃত আলোচনা তুলে ধরেছেন তেমনি বাংলা ভাষা পূর্বের ও বর্তমান অবস্থান সম্পর্কেও তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন।

বাংলা বিভাগের সম্মানিত শিক্ষক ড. সাদ্দাম হুসাইনের উপস্থাপিত “ভাষা-আন্দোলনের ইতিকথা ও পরের কথা” শীর্ষক প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও অর্থনীতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফসা আক্তার এবং জনাব শোভন রায়। আলোচনায় অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের সম্মানিত শিক্ষক জনাব সাফি উল্লাহ।

বিশেষ আলোচক হিসেবে আলোচনায় স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার মুখ্য আলোচকের আলোচনায় পৃথিবীব্যাপী ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেন। ‘‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪” পালন উপলক্ষে আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর “ভাষা-আন্দোলনের ইতিকথা ও পরের কথা” শীর্ষক সেমিনার আয়োজনের আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ভাষার উপর একটি সামগ্রিক আলোচনা উঠে এসেছে আজকের এই সেমিনারের মধ্য দিয়ে। সভাপতির বক্তব্যে তিনি তাঁর বিদেশে পড়াশোনাকালীন সময়ে বিভিন্ন ভাষা প্রয়োগের অভিজ্ঞতাও ভাগ করে নেন উপস্থিত সকলের সাথে।

“ভাষা-আন্দোলনের ইতিকথা ও পরের কথা” শীর্ষক সেমিনারে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা বিভাগের সম্মানিত শিক্ষক জনাব মো. আব্দুল হালিম ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিফাত রেজোয়ান জয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জনাব টুম্পা চক্রবর্তী। “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪” পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি এবং অতিথি ও আলোচকবৃন্দ।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368

Copyright © Netrokona University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell