শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপিত
- Feb 21, 2023
- 16
বাংলা আমাদের মাতৃভাষা। এই মায়ের ভাষাকে রক্ষা করতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এ জাতি। তাইতো ২১ ফেব্রুয়ারি এ জাতির চেতনার দিন, নবজাগরণের দিন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ঘটেছিল বাঙালির ইতিহাস পাল্টে দেয়ার ঘটনা। জাতির দিনবদলের পালা শুরু হয়েছিল যেদিন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় সেই দিন একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজ। যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্যের সঙ্গে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর মাধ্যমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদযাপনের কর্মসূচির মধ্যে ছিল ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং আলোচনা সভা।
২১শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবসটি উদ্যাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের দপ্তর প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ২১শে ফেব্রুয়ারি সূর্যোদয়ের সময় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা), শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয় ও ট্রেজারার মহোদয় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন এবং জাতীয় সংগীত পরিবেশন করেন।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর, বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ট্রেজারার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা, জনাব আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন প্রকল্প”, প্রকৌ. জনাব গিয়াস উদ্দীন আহমেদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব শুভ্র চন্দন মহলী, রেজিস্ট্রার (অ.দা.), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। স্বাগত বক্তব্যের শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ নিজ নিজ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় ভাষা আন্দোলন ও বাংলা ভাষাকে আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতি আদায়ে প্রাথমিক উদ্যোগ গ্রহণকারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার, কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম-এর সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পরিচয় ও নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সকলে ২১শে ফেব্রুয়ারিতে নিহত ভাষা শহিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদ ও একাত্তরের বীর শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। আলোচনা সভা শেষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগের ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন ‘অঙ্কুর’ এর মোড়ক উন্মোচন করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভাগের শাখা কর্মকর্তা জনাব আসাদুজ্জামান খান পরান।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368