শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর, বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ট্রেজারার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা, জনাব আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক “শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন প্রকল্প”, প্রকৌ. জনাব গিয়াস উদ্দীন আহমেদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব শুভ্র চন্দন মহলী, রেজিস্ট্রার (অ.দা.), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। স্বাগত বক্তব্যের শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ নিজ নিজ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় ভাষা আন্দোলন ও বাংলা ভাষাকে আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতি আদায়ে প্রাথমিক উদ্যোগ গ্রহণকারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার, কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম-এর সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পরিচয় ও নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সকলে ২১শে ফেব্রুয়ারিতে নিহত ভাষা শহিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদ ও একাত্তরের বীর শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। আলোচনা সভা শেষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগের ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন ‘অঙ্কুর’ এর মোড়ক উন্মোচন করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভাগের শাখা কর্মকর্তা জনাব আসাদুজ্জামান খান পরান।