• English
  • মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এম.পি. মহোদয়ের সহধর্মিণী, নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার-এঁর মৃত্যুতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের গভীর শোক ও দুঃখ প্রকাশ

    মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এম.পি. মহোদয়ের সহধর্মিণী, নেত্রকোণা জেলার অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজ সংস্কারক ও সংগঠক, নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা- এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর। ০১ জুন ২০২৩ খ্রি. তারিখ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিঁনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিঁনি বেশ কিছুদিন যাবত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিঁনি কিডনিসহ নানা রকম জটিলতায় ভুগছিলেন। কামরুন্নেছা আশরাফ দীনা ছিলেন একাধারে রাজনীতিক, ক্রীড়া সংগঠক ও নিবেদিত প্রাণ সমাজসেবী। তিঁনি দীর্ঘদিন নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আসছেন। শিক্ষা বিস্তার, প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের শিক্ষা, কর্মসংস্থানেও তিঁনি অসামান্য অবদান রেখে গেছেন। তিঁনি ব্যাডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন । শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভাইস-চ্যান্সেলর মহোদয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell