শেহাবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন
- Mar 17, 2024
- 0
আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে তিনি তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুন দম্পতির তৃতীয় সন্তান ছিলেন তিনি। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুই পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্যের সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর মাধ্যমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদযাপনের কর্মসূচির মধ্যে ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতার ম্যুরাল-এ পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহ্ফিল।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে সকাল ১১.০০টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর মহোদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতার ম্যুরাল-এ পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করেন। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১২.০৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে শিশুদের মাধ্যমে কেক কাটা হয় এবং ১২.১৫ মিনিটে শিশুদের (অনুর্ধ্ব ১২ বছর) মধ্যে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্যন্ত উৎফুল্ল চিত্তে শিশুরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়, রেজিস্ট্রার, সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ সহ সকল শিক্ষকমন্ডলী। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর।
পরবর্তীতে সন্ধ্যা ০৬টায় জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদ ও একাত্তরের বীর শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক)
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ফোন: 01975-805368