• English
 • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় ‘মহান বিজয় দিবস-২০২৩’ উদযাপন

  শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে উদাযাপিত হলো মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। বেজে ওঠে জাতীয় সংগীত। ধীরে ধীরে উদার আকাশে মুক্ত বাতাসে ঢেউ তোলে বাঙালির আত্মপরিচয়ের ঠিকানা লাল-সবুজের পতাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য মহোদয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন নবনিযুক্ত রেজিস্ট্রার মহোদয়। 

  বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নির্মিত স্মৃতিসৌধের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পর উপাচার্য মহোদয় মু্ক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। শ্রদ্ধাঞ্জলি পর্বে অংশগ্রহণ করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক জনাব মিহির চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, অর্থনীতি বিভাগ, সিএসই বিভাগ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (অস্থায়ী) ছাত্র-ছাত্রী হল, জনসংযোগ দপ্তর, সংস্থাপন শাখা, কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন প্রকল্পের পক্ষ থেকে ম্যাক্সগ্রুপ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, সেচ্ছাসেবী সংগঠন গ্রীনভয়েস।

  শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন পর্বের শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস পরিভ্রমণ শেষে পুনরায় অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে ফিরে বিজয় র‍্যালির যাত্রা শেষ হয়। 

  জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। জাতীয় সংগীত শেষে পাঠ করা হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে। অনুষ্ঠানের মুখ্য আলোচক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। মাননীয় উপাচার্য অনুষ্ঠানের মুখ্য আলোচক বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট, নেত্রকোণ’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। 

  অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম জয় শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন। গৌরবোজ্জ্বল বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব আঙ্গুর হোসেন ও অর্থনীতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব শোভন রায়। আলোচনা অংশগ্রহণ করেন সিএসই বিভাগের সম্মানিত শিক্ষক জনাব শারদ হাসান। 

  বিশেষ আলোচকের বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক জনাব মিহির চক্রবর্তী। বাংলাদেশের গৌরবগাঁথা স্বাধীনতা অর্জনের গঠনমূলক আলোকপাত করেন অনুষ্ঠানের বিশেষ বক্তা। 

  মুখ্য আলোচক হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট, নেত্রকোণা মুখ্য আলোচকের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবন বাজি রেখে রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের বিনিময়ে আমরা যে পতাকা অর্জন করেছি সেই পতাকা আজ তুলে দিলাম আমাদের উত্তর প্রজন্মের হাতে। তোমরা এই স্বাধীন পতাকা যথাযথ মর্যাদার সাথে আগলে রাখবে এই প্রত্যাশা তোমাদের কাছে।”

  আলোচনা সভার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির তাঁর বক্তব্যে যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, বয়সে ছোট হলেও তিনি ১৯৭০ এর নির্বাচনে নিজেই উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর মতো কোনো অবিসংবাদিত নেতা বাংলাদেশে আর জন্মাবে না। পাকিস্তানের যুবসমাজ বাংলাদেশের মতো একজন প্রধানমন্ত্রী চায় দেশকে পরিচালনা করবার জন্য।

  আলোচনা সভা শেষে সকল শহিদের স্মরণে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আরমানুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন পহেলী দে।

  কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

  (এনামুল হক)
  জনসংযোগ কর্মকর্তা
  শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
  ফোন: 01975-805368

  Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell