• English
  • শোক ও শ্রদ্ধায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় শোক দিবস-২০২৩’ পালিত

    আগস্ট বাঙালির চিরতম শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর জীবন-মরণের সাথী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে সপরিবারে নৃসংশভাবে হত্যা করা হয়, যা মানব ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়। এ হত্যাকাণ্ডের মাধ্যমে স্তব্ধ করে দেয়ার চেষ্টা হয়েছিল বাঙালির স্বপ্নকে। সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে শোকের ছায়া। বিশ্বের নন্দিত মানুষেরা ঘৃণা জানান হত্যাকারীদের। বঙ্গবন্ধুকে হত্যার ঘটনার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানির নেতা উইলি ব্রানডিট তখন বলেন, ‘যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যেকোনো জঘন্য কাজ করতে পারে। ’ বাঙালির চিরতম শোকের মাস আগস্ট স্মারণে ও ‘জাতীয় শোক দিবস-২০২৩’ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালন উপলক্ষ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

    কর্মসূচির মধ্যে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্ট ১৯৭৫-এর শহিদ, সকল শহিদের স্মৃতির প্রতি উপস্থিত সকলে দাড়িয়ে ১ (এক) মিনিট নিরবতা পালন করেন। এছাড়াও বিভিন্ন বিভাগ ও বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষথেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    ‘জাতীয় শোক দিবস-২০২৩’ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য। অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব শুভ্র চন্দন মহলী, রেজিস্ট্রার (অ.দা.), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। স্বাগত বক্তব্যের শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।  আলোচনা সভায় বক্তাগণ বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিঁনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। জাতির পিতার দূরদর্শী, সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত। তিঁনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। একটা জাতির মুক্তি ও একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু এদেশের কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে।’

    সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন আলোকিত উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীতে অনেক মহাকাব্য রচিত হয়েছে, বাঙালি জাতির মহাকাব্য রচনা হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মাধ্যমে। পৃথিবীর অনেক ভাষণের সাথে তুলনা করা হলেও বঙ্গবন্ধুর ভাষণই হবে সেরা ভাষণ। এ ভাষণই ছিল বাঙালি জাতির দিকনির্দেশনা।’

    অনুষ্ঠানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণে ‘জাতীয় শোক দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার মহোদয় কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

    অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদ, একাত্তরের বীর শহিদ ও ২১শে ফেব্রুয়ারিতে নিহত ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।

    দোয়া মাহফিল শেষে মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’ প্রদর্শিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব টুম্পা চক্রবর্তী।

    কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-

    (এনামুল হক)
    জনসংযোগ কর্মকর্তা
    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
    ফোন: 01975-805368

    Copyright © 2021 Sheikh Hasina University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: SHU ICT Cell