১৫ই আগস্ট সকাল ৯টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণে চেতনার বাতিঘর, জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৫ই আগস্ট সকাল ১০ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেত্রকোণা’র উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।