শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন
Aug 16, 2022
21
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। গৃহীত কর্মসূচি সমূহের মধ্যে ১৪ আগস্ট সকাল ১০ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা (কবিতা আবৃত্তি, দেশাত্নবোধক গান ও উপস্থিত বক্তৃতা) আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ভাইস-চ্যান্সেলর, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
১৪ আগস্ট সন্ধ্যা ৬.৩০ টায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্ট এর সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষ্যে ১৫ই আগস্ট শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সূর্যোদেয়ের সাথে সাথে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’র ভাইস-চ্যান্সেলর মহোদয় অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন।
১৫ই আগস্ট সকাল ৯টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণে চেতনার বাতিঘর, জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৫ই আগস্ট সকাল ১০ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেত্রকোণা’র উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে-
(এনামুল হক) জনসংযোগ কর্মকর্তা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ফোন: 01975-805368