জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। কর্মসূচির অংশ হিসাবে ৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ বুধবার সকাল ৬টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার অস্থায়ী ক্যাম্পাস হতে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। সফরকালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার মহোদয় অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন’ প্রকল্প-এর সম্মানিত প্রকল্প পরিচালক জনাব আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপাচার্য মহোদয়ের সফরসঙ্গী হন। দুপুর ২.00 টায় তিনি গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌছান। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জনাব এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি), জনাব মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা, নেজারত শাখা, পর্যটন সেল, ফরমস এ্যান্ড স্টেশনারি) এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।